You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ - যশোর | প্রচন্ড যুদ্ধে ইপিআর বাহিনীর দুজন ও বিএসএফ বাহিনীর একজন নিহত হয় - সংগ্রামের নোটবুক

১২ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ – যশোর

ভোরবেলা পাকবাহিনী আর্টিলারি সাপোর্টে যশোরের ঝিকরগাছায় মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা ব্যুহে ব্যাপক হামলা চালায়। প্রচন্ড যুদ্ধে ইপিআর বাহিনীর দুজন ও বিএসএফ বাহিনীর একজন নিহত হয়। ইপিআর বাহিনী পুনরায় বেনাপোলের কাগজপুকুর নামক স্থানে প্রতিরক্ষা ব্যুহ রচনা করে। পেটরাপোলে অবস্থিত ১৮ বিএসএফ এর অধিনায়ক লেঃকঃ মেঘ সিংহ লেঃ হাফিজের সাথে সাক্ষাতের জন্য পত্র দিয়ে দুজন সৈনিক পাঠান। লেঃ হাফিজ সীমান্তে তার সাথে দেখা করেন। মেঘ সিংহ এর সাথে ছিল ক্যাপ্টেন কে বি সিংহ। ৬৫ যুদ্ধে বীর চক্র খেতাব পাওয়া এ বীর পদন্নোতি বঞ্চিত ছিলেন তার পাগলামির জন্য। ৫০ ছুই ছুই এ পাগল ভারত সরকারের অনুমতি ছাড়াই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। গতকাল তার দুই সৈন্য আটক হয় আজ একজন নিহত হয়। তা ছাড়া জিরো পয়েন্টে তিনি বাংলাদেশের পতাকা উত্তোলন করে রাখেন। এদিনের যুদ্ধের পর মেঘ সিংহ তার বাহিনী বনগাঁও এ ফেরত আনেন।  ঢাকা বেতার আটক দুই ভারতীয় সীমান্ত রক্ষীর সাক্ষাৎকার প্রকাশ করে।