You dont have javascript enabled! Please enable it! বীর প্রতীক আলিমুল ইসলাম - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক আলিমুল ইসলাম

আলিমুল ইসলাম, বীর প্রতীক (জন্ম ১৯৪৭) বীর মুক্তিযােদ্ধা। তিনি ১৯৪৭ সালের ৯ই অক্টোবর ময়মনসিংহ জেলার খাকদহর ইউনিয়নের কালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইস্কান্দার আলী ও মাতার নাম নজিরন নেছা। তাঁর স্ত্রীর নাম মাজেদা খাতুন। আলিমুল ইসলাম ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে হাবিলদার পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যােগ দেন। ১৯৭১ সালে তাঁর কর্মস্থল ছিল জয়দেবপুর। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তিনি ২৮শে মার্চ প্রতিরােধযুদ্ধে যােগ দেন। পরবর্তীতে তিনি মুজিব বাহিনীর ৩নং সেক্টরে এবং ‘এস’ ফোর্সের অধীনে যুদ্ধ করেন। ফুলবাড়ি, মুক্তাগাছা, আশুগঞ্জ ইত্যাদি স্থানে তিনি সম্মুখ যুদ্ধে অংশ নেন। তবে মাধবপুরে তিনি এবং তাঁর সহযােদ্ধারা রাস্তায় মাইন পেতে পাকিস্তানি সেনাদের একটি কনভয়ের ২২টি গাড়ির বেশ কয়েকটি বিধ্বস্ত করেন এবং এরপর পাকিস্তানিদের সঙ্গে দীর্ঘ সময়ের গােলাগুলিতে অংশ নেন। এ অপারেশনে মুক্তিযােদ্ধাদের কোনাে ক্ষয়ক্ষতি না হলেও শেষ পর্যন্ত তাঁরা পশ্চাদপসরণ করেন। তবে একই সঙ্গে পাকিস্তানিরা যে বাংলার যত্রতত্র অবাধে বিচরণ করতে পারবে না, মুক্তিযােদ্ধারা এ-যুদ্ধের মাধ্যমে তার একটি বড় ধরনের সঙ্কেত দেন।
মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে একাধিক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ ও বীরত্ব প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযােদ্ধা আলিমুল ইসলাম-কে ‘বীর প্রতীক রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়। [এস এম মাহফুজুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড