You dont have javascript enabled! Please enable it! বীর বিক্রম আলতাফ হােসেন - সংগ্রামের নোটবুক

বীর বিক্রম আলতাফ হােসেন

আলতাফ হােসেন, বীর বিক্রম (১৯৫২-১৯৭১) শহীদ মুক্তিযােদ্ধা। তিনি ১৯৫২ সালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব আবদুস সােবাহান মােল্লা এবং মাতার নাম মােসা. আছিয়া বেগম। তিনি স্থানীয় ভবানীপুর হাইস্কুলে ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। ছােটবেলা থেকেই তিনি ছিলেন স্বাধীনচেতা এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। এক সময় বাড়ি থেকে ঢাকা গিয়ে তিনি তেজগাঁও-এর জিএমজি কর্পোরেশনে শ্রমিকের চাকরি নেন। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা এবং ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘােষণার পর তিনি ঢাকা থেকে বাড়ি চলে আসেন এবং মেজর জলিলের নেতৃত্বে স্থানীয় প্রশিক্ষণ ক্যাম্পে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি অন্যদের সঙ্গে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারত যান। দেশে ফিরে এসে তিনি বরিশাল, ঝালকাঠী ও পিরােজপুর অঞ্চলের কয়েকটি যুদ্ধে অংশ নেন সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান। ওমর বড়াকোঠায় তাঁর হেডকোয়ার্টার্স স্থাপন করলে আলতাফ হােসেন এখানে যােগ দেন। ক্যাপ্টেন শাহজাহান। ওমরের সঙ্গে চাচৈর, মানপাশা, গাবখান ও বাবুগঞ্জ থানা যুদ্ধে তিনি অংশ নেন। তিনি ৩রা অক্টোবর ক্যাপ্টেন শাহজাহান ওমর এবং বাবুগঞ্জের কয়েকটি স্থানীয় গ্রুপের সঙ্গে বাবুগঞ্জ থানা দখলের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। ভবানীপুর নিজ বাড়িতে তাঁকে সমাহিত করা হয়। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ ও অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি অবিবাহিত ছিলেন। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড