আমিরাবাদ রাজাকার ক্যাম্প অপারেশন
আমিরাবাদ রাজাকার ক্যাম্প অপারেশন (লােহাগাড়া, চট্টগ্রাম) সংঘটিত হয় ১০ই সেপ্টেম্বর। এ-যুদ্ধে ১ জন মুক্তিযােদ্ধা শহীদ হন।
আবদুল মােনাফ হাজী ছিল লােহাগাড়া উপজেলার শান্তি কমিটির নেতা। তার আমিরাবাদের বাড়িতে তারই নেতৃত্বাধীনে একটি শক্তিশালী রাজাকার ক্যাম্প প্রতিষ্ঠিত হয়। ক্যাম্পটি প্রতিষ্ঠার পর আমিরাবাদ ও তার আশপাশের বিভিন্ন এলাকার ক্যাম্পের রাজাকাররা মােনাফ হাজীর নির্দেশে ঘড়বাড়িতে অগ্নিসংযােগ, লুটপাট, নারীনির্যাতন ও হত্যাকাণ্ড চালাতে থাকে। এ পরিস্থিতিতে মুক্তিযােদ্ধা সুলতান আহমদ কন্ট্রাক্টরের নেতৃত্বে তাঁর গ্রুপ মােনাফ হাজীর বাড়িতে অপারেশনের সিদ্ধান্ত নেয়। ১০ই সেপ্টেম্বর সুলতান আহমদ কন্ট্রাক্টর তাঁর গ্রুপের ডেপুটি কমান্ডার পটিয়ার ডুল বিট ফরেস্ট অফিসার ও তার শ্যালক মুস্তাফিজুর রহমান এবং সদস্য আবদুর রহমান, জামাল উদ্দিন ও সালেহ চৌধুরীসহ বেশকিছু মুক্তিযােদ্ধা নিয়ে মােনাফ হাজীর বাড়িতে আক্রমণ করেন। বাড়ির ভেতর থেকে রাজাকাররাও পাল্টা আক্রমণ করে। উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। ৩ ঘণ্টার মতাে স্থায়ী এ-যুদ্ধে মুক্তিযােদ্ধা জামাল উদ্দিন শহীদ হন এবং কৌশলগত কারণে বাকি মুক্তিযােদ্ধারা পিছু হটেন। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড