You dont have javascript enabled! Please enable it! আমবাড়িয়া গণকবর (তাড়াশ, সিরাজগঞ্জ) - সংগ্রামের নোটবুক

আমবাড়িয়া গণকবর

আমবাড়িয়া গণকবর (তাড়াশ, সিরাজগঞ্জ) তাড়াশ উপজেলার মাগুড়াবিনােদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অবস্থিত। এখানে ১৩ জন গ্রামবাসীর লাশ কবর দেয়া হয়। তাড়াশ উপজেলা সদর থেকে ৩৫ কিলােমিটার দক্ষিণ-পশ্চিম দিকে আমবাড়িয়া গ্রামের অবস্থান। পাকিস্তানি হানাদার বাহিনী ১৩ই নভেম্বর আমবাড়িয়া গণহত্যায় ১৩ জন নিরীহ মানুষকে হত্যা করে। হানাদার বাহিনী লুণ্ঠন, অগ্নিকাণ্ড ও গণহত্যা শেষে গ্রাম থেকে চলে গেলে গ্রামবাসী নিহতদের এখানে গণকবর দেয়। চারপাশে প্রায় ৩ ফুট উঁচু পাকা দেয়াল নির্মাণ করে গণকবরটি সংরক্ষণ করা হয়েছে। [সােহেল রানা]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড