আমঝুপি গণহত্যা
আমঝুপি গণহত্যা (মেহেরপুর সদর) সংঘটিত হয় ১৮ই এপ্রিল। এতে ২৫ জন গ্রামবাসী নির্মম হত্যার শিকার হন। মেহেরপুর জেলা সদর থেকে প্রায় ৭ কিলােমিটার পূর্বদিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে কাজলা নদীর তীরে আমঝুপি গ্রাম অবস্থিত। ১৮ই এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনীর একটি বিশাল বহর চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে এ গ্রামে নির্মম গণহত্যা চালায়। এতে ২৫ জন গ্রামবাসী শহীদ হন। শহীদদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, তারা হলেন- আবদুস সাত্তার মাস্টার (পিতা জিন্দার বক্স), গােলাম সানােয়ার সেনু (পিতা ফকির মােহাম্মদ খান), বাহারুল আলম ভিথু (পিতা ফকির মােহাম্মদ খান), নজরুল ইসলাম (পিতা আমির আলী), গােলাম নবী (পিতা ইংরেজ আলী), সিরাজুল ইসলাম (পিতা বদিউজ্জামান), এশতেহার আলী (পিতা জাহান শেখ), খােদাবক্স (পিতা হাফেজ উদ্দিন), আমীর আলী (পিতা সাদেক শেখ), কছিম উদ্দিন (পিতা আনন্দ শেখ), মুরাদ আলী (পিতা ভ্যাটা কারিগর), জাবেদ আলী (পিতা কেদার কারিগর), মফেজ উদ্দিন (পিতা করিম বেপারী), দুলাল হােসেন (পিতা মফেজ উদ্দিন), আমির হােসেন (পিতা কাঙালি শেখ), আলী আকবর (পিতা আওলাদ হােসেন), নছির উদ্দিন (পিতা আফসার আলী), মনসুর আলী (পিতা নাসু শেখ), জসিম উদ্দিন (পিতা ফণি মণ্ডল), নেন্টু বিশ্বাস (পিতা মাহতাব উদ্দিন বিশ্বাস), আজগর আলী (পিতা গয়জুদীন), ছলিম মিয়া ও আদম আলী। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড