You dont have javascript enabled! Please enable it! বীর বিক্রম আব্দুল খালেক - সংগ্রামের নোটবুক

বীর বিক্রম আব্দুল খালেক

আব্দুল খালেক, বীর বিক্রম (১৯৪৬-১৯৭১) মুজাহিদ ও একজন দেশপ্রেমিক শহীদ মুক্তিযােদ্ধা। তাঁর জন্ম ১৯৪৬ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন বােছাপাড়া ইউনিয়নের খৈলগাঁও গ্রামে। তাঁর পিতার নাম মাে. আ. গােফার এবং মাতার নাম জমিলা খাতুন।
আব্দুল খালেক ১৯৬৬ সালে মুজাহিদ বাহিনীতে যােগদান করেন। সফলতার সঙ্গে ট্রেনিং সম্পন্ন করে তিনি ৪ বছর চাকরি করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে বাড়ি ফিরে কৃষি কাজ শুরু করেন। ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালি জনগণের ওপর গণহত্যায় ঝাঁপিয়ে পড়লে বঙ্গবন্ধুর স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে দেশমাতৃকাকে মুক্তির উদ্দেশ্যে এপ্রিল মাসে তিনি মুক্তিযুদ্ধে যােগদান করেন। ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরকের প্রশিক্ষণ শেষে প্রথমে তিনি মেজর কে এম
সফিউল্লা, বীর উত্তম-এর অধীনে ৩নং সেক্টরে এবং পরবর্তীতে ‘এস’ ফোর্সের সঙ্গে যুক্ত হন। ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মইনুল হােসেন চৌধুরী এবং কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মতিউর রহমানের নেতৃত্বে পাকবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। আব্দুল খালেক ভৈরব বাজার, শেরপুর ও রামগঞ্জের যুদ্ধে বীরত্ব ও সাহসিকতার স্বাক্ষর রাখেন। ১৪ই মে নলুয়া চা বাগান এলাকায় কয়েকজন সঙ্গীসহ তিনি পাকবাহিনীর টহলরত গাড়ির ওপর আক্রমণ করলে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। নিরাপদ অবস্থানে থেকে তিনি বেশ কয়েকজন পাকসেনাকে হত্যা করতে সক্ষম হন। এরপর নিরাপদ অবস্থান থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকলে যুদ্ধরত অবস্থায় শত্রুপক্ষের ব্রাশফায়ারে তিনি শাহাদত বরণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান এবং জীবন উৎসর্গ করায় বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। তিনি ছিলেন অবিবাহিত। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড