বীর প্রতীক আব্দুল জব্বার
আব্দুল জব্বার, বীর প্রতীক (১৯৩১-২০১১) সুবেদার ও মুক্তিযুদ্ধের একজন অকুতােভয় সৈনিক। ১৯৩১ সালে চাঁদপুর জেলার কামরাঙ্গায় তাঁর জন্ম। তাঁর পিতার নাম ইসমাইল মিজি এবং মাতার নাম গহরজান বিবি।
আব্দুল জব্বার পাকিস্তান সেনাবাহিনীর একজন সুবেদার ছিলেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্টে তৃতীয় বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। ৩১শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাঙালি সৈন্যদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। সারারাত ধরে উভয় পক্ষে প্রচণ্ড যুদ্ধ হয়। অবশেষে বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা পিছিয়ে ফুলবাড়িতে গিয়ে আশ্রয় নেন। ১১ই এপ্রিল পাকবাহিনীর সঙ্গে এখানে তাঁদের তুমুল যুদ্ধ হয়। এরপর তাঁরা হিলি সীমান্তে অবস্থান নিয়ে শত্রুর বিরুদ্ধে সেখান থেকে গেরিলা আক্রমণ পরিচালনা করেন। আব্দুল জব্বার পাঁচবিবি, জয়পুরহাট, রংপুর প্রভৃতি স্থানে যুদ্ধে সাহসিকতার পরিচয় দেন। জুন মাসে তিনি ‘জেড’ ফোর্সে যােগ দেন। ক্যাপ্টেন আনােয়ার হােসেনের নেতৃত্বে তিনি চিলমারী, কোদালকাঠি, দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদঘাট, বালাগঞ্জ, গােয়াইনঘাট, তামাবিল, গােবিন্দগঞ্জ প্রভৃতি স্থানে যুদ্ধ করেন।
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ২ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম খােশনাহার বেগম। ২০১১ সালের ২০শে অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড