You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | যুক্তরাজ্যে বাংলাদেশ আন্দোলন - সংগ্রামের নোটবুক

১২ এপ্রিল ১৯৭১ঃ যুক্তরাজ্যে বাংলাদেশ আন্দোলন

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার প্রকাশিত হলে তাজউদ্দীন খুব খুশী হন। লন্ডনের গেঞ্জেস রেস্তোরা মালিক তাসাদ্দুক আহমেদ টেলিফোনে আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে লন্ডনে বাংলাদেশ প্রতিনিধি করার আগ্রহ তাকে জানান এবং বলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী যেন তার সাথে যোগাযোগ করে। এদিন বিচারপতি আবু সাঈদ চৌধুরী আমিরুল ইসলামের সাথে টেলিফোনে কথা বলেন এবং তার সম্মতির কথা জানান। আমিরুল জানান মন্ত্রীসভা শপথ নেয়ার পর এর আনুষ্ঠানিকতা হবে। পাকিস্তানের রাষ্ট্রদূত সালমান আলী তার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেন কিন্তু তিনি তাতে সাড়া দেননি। পড়ে তিনি তার বাড়ী বদলান। পাকিস্তানী গোয়েন্দারা তাকে অপহরন করতে পারে তাই স্কটল্যান্ড ইয়ার্ড থেকে তাকে সতর্ক করে দেয়া হয়।