বীর প্রতীক আবুল হাসেম খান
আবুল হাসেম খান, বীর প্রতীক (১৯৪৯-১৯৯২) সুবেদার ও বীর মুক্তিযােদ্ধা। তিনি ১৯৪৯ সালের ১৭ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বাদশা মিয়া খান এবং মাতার নাম আমেনা বেগম। আবুল হাসেম খান পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সুবেদার পদে কর্মরত ছিলেন। ২৫শে মার্চ কালরাতে পাকবাহিনী দেশে গণহত্যা শুরু করলে আবুল হাসেম খান দেশকে মুক্ত করতে মুক্তিযুদ্ধে যােগ দেন। তিনি ২ নম্বর সেক্টরে ক্যাপ্টেন আইন উদ্দিনের অধীনে যুদ্ধ করেন। বিভিন্ন সম্মুখ যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন।
মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সুবেদার আবুল হাসেম খান-কে বাংলাদেশ সরকার কর্তৃক ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম রাজিয়া বেগম। ১৯৯২ সালের ২০শে নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। [হারুন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড