You dont have javascript enabled! Please enable it! 1971.07.14 | আবুতােয়াব বাজার অপারেশন (মিরসরাই, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

আবুতােয়াব বাজার অপারেশন

আবুতােয়াব বাজার অপারেশন (মিরসরাই, চট্টগ্রাম) ১৪ই জুলাইসহ একাধিকবার সংঘটিত হয়। এতে কয়েকজন পাকসেনা ও রাজাকার নিহত হয়।
আবুতােয়াব বাজারে মুক্তিযােদ্ধাদের একটি ক্যাম্প ছিল। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযােদ্ধাদের এ ক্যাম্প আক্রমণ করার উদ্দেশ্যে দুদিক থেকে এগুতে থাকে। পূর্ব থেকেই খবর পেয়ে অহিদুল হক ও এ এফ এম নিজাম চৌধুরীসহ বিভিন্ন গ্রুপের মুক্তিযােদ্ধারা হানাদারদের বাধা দেন। প্রচণ্ড আক্রমণ ও বাধার সম্মুখীন হয়ে পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হয়।
১৪ই জুলাই এ এফ এম নিজাম চৌধুরী আবুতােয়াব বাজারে পেট্রোলরত পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দলের ওপর গ্রেনেড চার্জ করেন। এতে কয়েকজন পাকিস্তানি হানাদার সদস্য ও রাজাকার নিহত হয়। এটি আবুতােয়াব বাজার যুদ্ধ নামে পরিচিত। এ-যুদ্ধে অংশগ্রহণ করেন মুক্তিযােদ্ধা মাে. বদরুদ্দোজা চৌধুরী, নুরুল আনােয়ার, নুরুল আলম, মফিজুর রহমান, কেনু মিয়া, কামালউদ্দিন, সেলিম প্রমুখ। পরবর্তীতে এ বাজার পুনরায় আক্রমণ করতে এলে লেফটেন্যান্ট রকিবের নেতৃত্বে মুক্তিযােদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে আক্রমণ করে সেখান থেকে বিতাড়িত করতে সক্ষম হন। পলায়নরত কয়েকজন পাকিস্তানি সৈন্য ও রাজাকারকে জনগণ পিটিয়ে হত্যা করে। এরপর এ বাজারে প্রবেশের পথে পাকিস্তানি বাহিনী ও রাজাকার-মুজাহিদদের বাধা দিতে জাফরউল্লাহ ও সাহাবুদ্দিনের নেতৃত্বে মুক্তিযােদ্ধাদের একটি গ্রুপ এম্বুশ করেন। হানাদাররা ৩টি গাড়ি নিয়ে আবুতােয়াব বাজারের দিকে এগুতে থাকে। মুক্তিযােদ্ধাদের আক্রমণে তারা দ্রুত গাড়ি চালিয়ে আক্রমণ স্থল পার হয়ে যায়। এরপর হানাদাররা আবুতােয়াব বাজারে গিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। [জগন্নাথ বড়ুয়া]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড