You dont have javascript enabled! Please enable it!

আবুল ফজল গােলাম ওসমানী

আবুল ফজল গােলাম ওসমানী (১৯৩৩-২০০৯) ভারতের আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসেবী। তিনি ১৯৩৩ সালের ১লা এপ্রিল আসামের কাছাড় জেলায় জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্য থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সত্তরের দশক থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি জনতা পার্টি, পরে এবং সর্বশেষ ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যােগদান করেন। তিনি দুবার আসামের বিধানসভা নির্বাচনে নির্বাচিত হন। তিনি একাধিকবার লােকসভা নির্বাচনেও নির্বাচিত হন। আসাম রাজ্যের সংখ্যালঘু রাজনীতিতে তিনি বহু বছর ধরে যুক্ত থেকে নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হন। রাজনীতি ছাড়াও আবুল ফজল গােলাম ওসমানী সাহিত্য ও সমসাময়িক বিষয়াদি যেমন উন্নয়ন, সামাজিক পরিবর্তন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ইত্যাদি বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালেখি করতেন। তিনি ২০০৯ সালের ৩১শে মার্চ মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে আবুল ফজল গােলাম ওসমানী তাঁর কয়েকজন আইনজীবী-সহকর্মীকে নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করেন। তাঁরা নিয়মিতভাবে বিভিন্ন শরণার্থী শিবির ও মুক্তিবাহিনীর শিবিরে গমন করে তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতেন। পাকিস্তানি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন প্রদানের জন্য তিনি বিভিন্ন সভা-সমাবেশ ও সেমিনারের মাধ্যমে সেখানকার জনগণকে উদ্বুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ আবুল ফজল গােলাম ওসমানীকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণােত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!