You dont have javascript enabled! Please enable it!

আবু বরকত আতাউর গনি খান চৌধুরী

আবু বরকত আতাউর গনি খান চৌধুরী (১৯২৭২০০৬) ভারতের সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ। রাজনৈতিক অনুসারীদের কাছে বরকত দা’ নামে সমধিক পরিচিত আবু বরকত আতাউর গনি খান চৌধুরী ১৯২৭ সালের ১লা নভেম্বর পশ্চিমবঙ্গের মালদহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিপরিষদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মনােনীত হয়ে ১৯৭২৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মালদহ নির্বাচনি এলাকা থেকে ১৯৮০ সালে প্রথমবারের মতাে তিনি ভারতের ৭ম লােকসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪ সালে একই আসন থেকে লােকসভার সদস্য নির্বাচিত হন। আতাউর গনি খান চৌধুরী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮২-৮৯ সালে রেল মন্ত্রীর দায়িত্ব পালনকালীন কলকাতা মেট্রো রেল ও কলকাতা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেল যােগাযােগ স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৬ সালের ১৪ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় রাজনীতিক আবু বরকত আতাউর গনি খান চৌধুরী বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের সর্বোচ্চ সাহায্য-সহযােগিতা প্রদান করেন। তিনি, তাঁর পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা তাদের নিজস্ব তহবিল ও সরকারের কাছ থেকে অর্থসংগ্রহ করে তা শরণার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করেন। শরণার্থীদের চিকিৎসার ব্যাপারেও তিনি আন্তরিক পদক্ষেপ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক আবু বরকত আতাউর গনি খান চৌধুরী-কে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ (মরণােত্তর) প্রদান করা হয় (১৫ই ডিসেম্বর ২০১২)। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!