You dont have javascript enabled! Please enable it!

আবাইপুর গণকবর

আবাইপুর গণকবর (শৈলকুপা, ঝিনাইদহ) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় অবস্থিত। ১৪ই অক্টোবর আবাইপুর যুদ্ধ-এ শহীদ ৪১ জন মুক্তিযােদ্ধাকে এখানে কবর দেয়া হয়। তাঁদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন: মাে. নজরুল ইসলাম (পিতা মানিক মণ্ডল, শেখপাড়া), আবুল হােসেন (পিতা কেতাবউদ্দিন, বন্দেখালি), আবু জাফর (পিতা ইয়াজ উদ্দিন, সিদ্ধি), আবুল কাসেম (পিতা মােজাহার শেখ, বরিয়া), আলিমুদ্দিন (পিতা জয়নাল খাঁ, দোহারাে), ইউসুফ আলী (পিতা ইন্তাজ আলী, সুবিদ্দাহ), চেতন আলী (পিতা হাকিম জোয়ার্দার, জালশুকা), উকিল উদ্দিন (পিতা আজমত আলী, বরিয়া), শাহাদৎ হােসেন (পিতা নাদের শেখ, জালশুকা), ইসমাইল হােসেন (পিতা সানারুদ্দিন, গােয়ালবাড়ীয়া), ইয়ারুদ্দিন (পিতা জয়নাল শেখ, গাঙ্গুটিয়া), কামাল উদ্দিন (পিতা আজগর আলী, চান্দুআলী) এবং আবু সুফিয়ান (পিতা আলাউদ্দিন, বগুড়া)। শেষের জন বাদে বাকি সকলে ছিলেন শৈলকুপা উপজেলার অধিবাসী। [মাে. আব্দুল ওহাব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!