You dont have javascript enabled! Please enable it! বীর বিক্রম আনিছ মােল্লা - সংগ্রামের নোটবুক

বীর বিক্রম আনিছ মােল্লা

আনিছ মােল্লা, বীর বিক্রম (১৯৪০-১৯৯২) হাবিলদার ও মুক্তিযুদ্ধের একজন অকুতােভয় সৈনিক। তিনি ১৯৪০ সালে পিরােজপুর জেলার অন্তর্গত মঠবাড়িয়া উপজেলাস্থ মিরুখালী ইউনিয়নের খয়েরঘটিছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা তছিল উদ্দিন এবং মাতা সােমেতবান বিবি। আনিছ মােল্লা ইপিআর বাহিনীর সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধের প্রাক্কালে তিনি রংপুর উইং হেডকোয়ার্টার্সে হাবিলদার পদে কর্মরত ছিলেন। বাঙালি জাতির মুক্তির লড়াইয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি মুক্তিযুদ্ধে যােগদান করেন। শুরুতে তিনি বিভিন্ন প্রতিরােধযুদ্ধে অংশগ্রহণ করেন। অস্ত্র ও গােলাবারুদের সংকট দেখা দিলে তিনি সহযােদ্ধাদের সঙ্গে ভারতীয় সীমান্তে অবস্থান নেন। সেখানে উইং কমান্ডার এম কে বাশারের নেতৃত্বে বিভিন্ন গেরিলা অপারেশন, রেইড ও সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করেন।
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযােদ্ধা আনিছ মােল্লাকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়। তিনি ৪ কন্যা ও ৩ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রীর নাম আছিয়া বেগম। ১৯৯২ সালের ৮ই আগস্ট এ বীর সৈনিক মৃত্যুবরণ করেন। [হারুন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড