You dont have javascript enabled! Please enable it!

আদমজী জুট মিলস পুকুরপাড় বধ্যভূমি

আদমজী জুট মিলস পুকুরপাড় বধ্যভূমি (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত। এখানকার মিলে অবস্থিত ক্যাম্পের পাকসেনারা নরসিংদী, আড়াইহাজার, বরপা, তারাবাে, কাঁচপুর ও গুদারাঘাট থেকে মুক্তিযােদ্ধা সন্দেহে, কখনাে বা যাত্রীবাহী বাস থামিয়ে যুবকদের ধরে ২নং মিলের পাটগুদামের ক্যান্টিনের দক্ষিণ পাশে পুকুরপাড়ে নিয়ে আসত। এখানকার ক্যান্টিনের বিপরীত পাশে পুকুর-সংলগ্ন একটি গভীর নর্দমা ছিল। এ নর্দমার পাশেই ছিল একটি গভীর কূপ। পাকসেনারা। আটককৃত যুবকদের হাত-পা বেঁধে নর্দমার পাশে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করত। তারপর ঐসব যুবকদের নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করত। মৃত্যুপথযাত্রী যুবকদের আর্তচিৎকারে আদমজীনগর প্রকম্পিত হয়ে উঠত। যেসব। মৃতদেহ নর্দমায় পড়ত সেগুলাে জলের স্রোতে পুকুরে চলে যেত, আর যেগুলাে মাটির ওপরে পড়ত সেগুলাে ডােম দিয়ে পার্শ্ববর্তী কূপে ফেলে দেয়া হতাে। রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!