আদমজী ঢাকা বাজু আনসার ক্যাম্প বধ্যভূমি
আদমজী ঢাকা বাজু আনসার ক্যাম্প বধ্যভূমি (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু মানুষকে হত্যা করা হয়। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজীনগর জুট মিলের ঢাকা বাজু আনসার ক্লাবে পাকিস্তানি সেনাদের একটি ক্যাম্প ছিল। এ ক্যাম্পে পাকিস্তানি সেনারা এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অসংখ্য মানুষকে হত্যা করে। আদমজীনগর জুট মিলে অবাঙালি শ্রমিকদের অসম্ভব দাপট ছিল। মুক্তিযুদ্ধ শুরু হলে এখানে অবাঙালি শ্রমিকদের অনেকে পাকিস্তানি সেনাদের সহায়তা ও বাঙালিদের হত্যা করে। অবাঙালি রাজাকারদের অত্যাচারে সাধারণ শ্রমিকরা আদমজীনগর জুট মিলে কাজ করতে আসতে পারত না। অনেক শ্রমিক অভাবের তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসত। সপ্তাহ শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাজাকাররা শ্রমিকদের ওপর হামলা করে টাকা-পয়সা লুট করত। এ নিরপরাধ-নির্দোষ শ্রমিকদের ধরে রাজাকাররা বাজু আনসার ক্লাবে নিয়ে আসত এবং পাকিস্তানি জল্লাদদের হাতে তুলে দিত। কিন্তু অসহায় শ্রমিকদের কাকুতি-মিনতিতে কোনাে কাজ হতাে না। পাকিস্তানি সেনারা তাদের অনেককে আনসার ক্লাবে গুলি করে হত্যা করে। লাশগুলাে ফেলার জন্য একটি বড় কূপ খনন করা হয়। রাজাকাররা মৃতদেহগুলাে কূপে ফেলে দিত। [রীতা ভৌমিক]।
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড