আদমজী পাওয়ার হাউজ অপারেশন (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ)
মুক্তিযােদ্ধা মাে. গিয়াসউদ্দিন (নারায়ণগঞ্জ)-এর নেতৃত্বে সােনারগাঁ থানার বারদী ইউনিয়নের গ্রুপ কমান্ডার নূর মােহাম্মদ মিয়ার গ্রুপ, কাচপুর ইউনিয়নের মহিউদ্দিন মাহির গ্রুপ, সােলায়মান ভূঁইয়ার গ্রুপ (জামপুর) এবং আরাে কয়েকটি গ্রুপের মুক্তিযােদ্ধাদের দ্বারা পরিচালিত হয়। এতে ৫ জন পাকসেনা নিহত হয়।
অপারেশনের মূল উদ্দেশ্য ছিল আদমজীনগর এলাকা অন্ধকারাচ্ছন্ন করা। সব গ্রুপের মুক্তিযােদ্ধারা একত্রিত হয়ে সিদ্ধিরগঞ্জ থানার গােদনাইল এলাকা দিয়ে আদমজী পাওয়ার হাউজে যান। মুক্তিযােদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা পাল্টা আক্রমণ করে। মুক্তিযােদ্ধারা পাকিস্তানি সেনাদের গুলির জবাবে গুলি করতে করতে সামনের দিকে অগ্রসর হন। কয়েক ঘণ্টা পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁদের গুলি বিনিময় হয়। এ-সময় তােফাজ্জল নামে একজন মুক্তিযােদ্ধা পাকিস্তানিদের গুলিতে শহীদ হন। এ অপারেশনে ৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। তাদের একজন। শীতলক্ষ্যা নদীর পাড়ে গ্রামবাসীর হাতে গণপিটুনিতে প্রাণ হারায়। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড