আঠারদানা-পারশি গণহত্যা
আঠারদানা-পারশি গণহত্যা (ঘাটাইল, টাঙ্গাইল) সংঘটিত হয় জুলাই মাসে। টঙ্গাইল জেলার এলেঙ্গা-মধুপুর রাস্তার পার্শ্ববর্তী কালিহাতী থেকে দুই কিলােমিটার উত্তরে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে পাশাপাশি দুটি গ্রাম আঠারদানা ও পারশি। ১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্তানি সেনাবাহিনী গ্রামদুটিতে নারীধর্ষণ ও গণহত্যা চালায়। ঘটনার দিন আঠারদানা গ্রামের সতেরাে বছর বয়সী ভক্তিরাণী পালসহ চারজন কিশােরীকে বর্বর হানাদাররা ধর্ষণ করে। ভক্তিরাণীকে ধর্ষণে বাধা দিতে গিয়ে হায়েনাদের গুলিতে প্রাণ হারান তার পিতা। সেদিনের সেই ঘটনার পর থেকে অদ্যাবধি ভক্তিরাণী পাল মানসিক ভারসাম্যহীন।
পাকিস্তানি বাহিনী নারীধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। তারা সেদিন ২৫-৩০টি বাড়িতে অগ্নিসংযােগ করে এবং সাতজনকে গুলি করে হত্যা করে। সেদিনের গণহত্যায় শহীদ হন আঠারদানা গ্রামের কানাই চন্দ্র পাল (পিতা গয়ানাথ চন্দ্র পাল), নােনদু শেখ (পিতা ওমেদ আলী শেখ), পলু শেখ, পারশি গ্রামের মেনদু মুনসী (পিতা কান্টু মণ্ডল), হাসমত আলী (পিতা ওসমান গণি), পানু মণ্ডল এবং কলিম উদ্দিন। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড