You dont have javascript enabled! Please enable it! আড়িয়ল বাজার গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) - সংগ্রামের নোটবুক

আড়িয়ল বাজার গণহত্যা

আড়িয়ল বাজার গণহত্যা (বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) সংঘটিত হয় এপ্রিল মাসের শেষদিকে। এ গণহত্যায় ১১ জন মানুষ নিহত হয়। বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের চান্দুরা-আখাউড়া সড়কের আড়িয়ল বাজার এলাকায় পাকিস্তানি বাহিনী হানা দিয়ে এ হত্যাযজ্ঞ সংঘটিত করে। আড়িয়ল বাজার সংলগ্ন ব্রিজের পাশে গর্ত করে তাদের গণকবর দেয়া হয়।
এপ্রিল মাসের শেষদিকে ১১ জন শরণার্থী পায়ে হেঁটে ভারতে যাওয়ার সময় আড়িয়ল বাজার এলাকায় রাজাকারদের হাতে ধরা পড়ে। রাজাকাররা তাদের আটক করে পাকিস্তানি সৈন্যদের খবর দেয়। পাকিস্তানি সৈন্যরা সেখানে এসে আটক শরণার্থীদের হাত বেঁধে এক সারিতে দাঁড় করায়। এরপর তাদের ব্রাশ ফায়ার করে। সঙ্গে-সঙ্গে শরণার্থীরা মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় জীবন রক্ষার্থে এলাকাবাসী অন্যত্র সরে পড়ে। হত্যাযজ্ঞের পর পাকিস্তানি সৈন্যরা রাজাকারদের দ্বারা আড়িয়ল ব্রিজের পাশে গর্ত খনন করায়। এরপর নিহত ১১ জনকে সেই গর্তে মাটিচাপা দেয়। [মানিক রতন শর্মা]।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড