আজিম মার্কেট সংলগ্ন কালভার্ট অপারেশন
আজিম মার্কেট সংলগ্ন কালভার্ট অপারেশন (সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ) পরিচালিত হয় ২৬শে জুলাই। পাকিস্তানি সেনাদের যােগাযােগ বিচ্ছিন্ন করার জন্য এ অপারেশন সংঘটিত হয়। খােরশেদ আলমের নেতৃত্বে এ রমজান, রােশন আলী, আলী আক্কাস প্রমুখ মুক্তিযােদ্ধা অংশ নেন। মুক্তিযােদ্ধারা জালকুড়ি গ্রাম থেকে আজিম মার্কেটের জেলেপাড়া কালভার্টের সামনে এসে অবস্থান নেন। মুক্তিযােদ্ধারা দুটি দলে ভাগ হয়ে এক দল ব্রিজের পিলারে বিস্ফোরক লাগিয়ে ডােটোনেটর স্থাপন করেন। অন্য দল তাঁদের কভার দেন। মুক্তিযােদ্ধারা ফিউজে আগুন লাগিয়ে দিলে কালভার্টটি উড়ে যায়। এ অপারেশন সফল হওয়ায় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড