You dont have javascript enabled! Please enable it! 1971.09.07 | আজিজুল উলুম মাদ্রাসা রাজাকার ক্যাম্প অপারেশন (লােহাগাড়া, চট্টগ্রাম) - সংগ্রামের নোটবুক

আজিজুল উলুম মাদ্রাসা রাজাকার ক্যাম্প অপারেশন (লােহাগাড়া, চট্টগ্রাম)

আজিজুল উলুম মাদ্রাসা রাজাকার ক্যাম্প অপারেশন (লােহাগাড়া, চট্টগ্রাম) পরিচালিত হয় ৭ই সেপ্টেম্বর। চট্টগ্রাম জেলার লােহাগাড়া উপজেলাস্থ রাজঘাটায় অবস্থিত এ মাদ্রাসায় সুলতান আহমদ কন্ট্রাক্টর গ্রুপ অপারেশন চালায়। এতে অনেক রাজাকার গুরুতর আহত হয়।
আজিজুল উলুম মাদ্রাসা রাজাকার ক্যাম্পে ৩২০ জনের মতাে রাজাকার অবস্থান করত। ঘটনার দিন রাত ২টার দিকে অস্ত্র সংগ্রহ ও রাজাকার ক্যাম্পটি ধ্বংস করার উদ্দেশ্যে সুলতান আহমদ কন্ট্রাক্টরের নেতৃত্বে তার গ্রুপের মুক্তিযােদ্ধারা অপারেশন চালান। ক্যাম্পের ভেতর থেকে রাজাকাররাও পাল্টা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। মুক্তিযােদ্ধাদের আক্রমণে অনেক রাজাকার গুরুতর আহত হয় এবং তারা টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে যুদ্ধের খবর পেয়ে পাকিস্তানি বাহিনী রাত ৪টার দিকে এলােপাতাড়ি গুলি করতে-করতে রাজাকারদের সঙ্গে যােগ দেয়। এ অবস্থায় কৌশলগত কারণে মুক্তিযােদ্ধারা শেল্টারে ফিরে যান। [শামসুল আরেফীন]।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড