You dont have javascript enabled! Please enable it!

আগদিঘা বিদ্যালয় অপারেশন (নলডাঙ্গা, নাটোর)

আগদিঘা বিদ্যালয় অপারেশন (নলডাঙ্গা, নাটোর) পরিচালিত হয় ১০ই নভেম্বর। এতে ১১ জন রাজাকার ও ঘাতক-দালাল নিহত হয়।
ঘটনার দিন রাজাকার, আলবদর ও শান্তি কমিটির সদস্যরা আগদিঘা বিদ্যালয়ে সন্ধ্যার পর মিটিং করছিল। তারা কেরােসিনের বাতি জ্বালিয়ে রাতের খাওয়া শেষ করে পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলােচনায় মগ্ন ছিল। তারা পাকসেনাদের সহায়তায় স্থানীয় মুক্তিযােদ্ধা ও আওয়ামী লীগ কর্মীদের নিধন এবং তাদের ঘরবাড়িতে লুটপাট ও অগ্নিসংযােগ করার সিদ্ধান্ত নেয়। গােপন সূত্রে এ খবর পেয়ে পিপরুল ইউনিয়নের ফিরােজ মিয়ার নেতৃত্বে একদল মুক্তিযােদ্ধা সন্ধ্যা নাগাদ আগদিঘা বিদ্যালয়ের চারপাশে অবস্থান নিয়ে ঘাতক-দালালদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। মিটিং শেষে ঘাতকদালালরা নিশ্চিন্তে বেরিয়ে আসতেই মুক্তিযােদ্ধারা হ্যান্ডস আপ বলমাত্র দৌড়ে পালাতে শুরু করে। কয়েকজন বিদ্যালয়ের পাশে একটি গর্তে গিয়ে লুকায়। মুক্তিযােদ্ধারা গর্তের মধ্যে তাদের লক্ষ করে গুলি করেন। এতে ঘটনাস্থলে ১১ জন রাজাকার ও ঘাতক-দালাল নিহত হয়। [এস এম জি মহিউদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!