You dont have javascript enabled! Please enable it!

আকন্দপাড়া গণহত্যা (গাবতলী, বগুড়া)

আকন্দপাড়া গণহত্যা (গাবতলী, বগুড়া) সংঘটিত হয় সেপ্টেম্বর মাসে। এতে ৫ জন নিরীহ মানুষ প্রাণ হারায়।
ঘটনার দিন পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা হিন্দু অধ্যুষিত আকন্দপাড়ায় প্রবেশ করে আব্দুর রব ডাক্তারকে নয়াপাড়ার পাশের বেরারবিলে নিয়ে হত্যা করে। একই দিন তারা উত্তর আকন্দপাড়ার অধিবাসী নেপালতলী স্কুলের শিক্ষক সুরেশ দত্ত, অঙ্কন দত্ত, কোকনে বুড়ি ও শশধর মজুমদারকে হত্যা করে। হানাদার বাহিনী এরপর দক্ষিণ আকন্দপাড়ায় প্রবেশ করে কোনাে মানুষজন না পেয়ে এলাপাতাড়ি গুলি করে এবং বাড়িঘর ও শস্যগােলায় লুণ্ঠন চালিয়ে অগ্নিসংযােগ করে। তারা পার্শ্ববর্তী নাড়য়াতলা ইউনিয়নের বায়ুটোলা গ্রামের ভুলু প্রামাণিক ও সামাদ প্রামাণিককে গুলি করে হত্যা করে। একই সময়ে হানাদার বাহিনী রহিমারপাড়ায় চালের বস্তা বহনরত পুলিন নামে একজন দিনমজুরকে পেছন দিক থেকে গুলি করে হত্যা করে। মুক্তিযুদ্ধের পর বেরারবিলে মানুষের শতাধিক কঙ্কাল পাওয়া যায়। [আহমেদ শরীফ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!