You dont have javascript enabled! Please enable it! মুক্তিযুদ্ধের ভাস্কর্য 'অর্জন ' - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অর্জন ‘

অর্জন (রংপুর-ঢাকা মহাসড়ক মােড়) রংপুর ক্যাডেট কলেজের সন্নিকটে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মােড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য। ভাস্কর্যের বেদি সংলগ্ন মর্মর ফলকে উত্তীর্ণ আছে, “হাজার বছরের বাঙালি জাতিসত্তার শ্রেষ্ঠ অবদান তার ধারাবাহিক সংগ্রামের ইতিহাস। সে ইতিহাসের পাতায় মুক্তিযুদ্ধের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর নাম উত্তীর্ণ হয়েছে এক বিশাল মহিমায়। স্বাধীনতা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। বাঙালির সংগ্রামে আত্মদানকারী শহীদদের স্মরণে উৎসর্গিত এ ভাস্কর্য ‘অর্জন’।” নানা প্রতীকী ব্যঞ্জনায় সমৃদ্ধ এ ভাস্কর্যের নকশা প্রণয়ন করেছেন ভাস্কর অনীক রেজা। ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর এ ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মাে. জিল্লুর রহমান। ১৯৯৯ সালের জুলাইয়ে এ ভাস্কর্যের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। [গীতিময় রায়]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড