You dont have javascript enabled! Please enable it!

অর্জুন নরসিংহ কেসি

অর্জুন নরসিংহ কেসি (জন্ম ১৯৪৭) নেপালের সাবেক মন্ত্রী ও রাজনীতিবিদ। তিনি ১৯৪৭ সালের ২৭শে সেপ্টেম্বর নেপালের নুয়াকোট জেলার রাউতবেসিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও ১৯৭২ সালে ব্যাচেলর অব ল ডিগ্রি লাভ করেন। রাজনীতি সচেতন অর্জুন নরসিংহ শ্ৰী শান্তি বিদ্যা গৃহ উচ্চবিদ্যালয়ের সাধারণ সম্পাদক (১৯৬১-৬৩), ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি (১৯৬৯-৭০) ও ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি নেপাল স্টুডেন্ট ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নেপালের কংগ্রেস পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র ছিলেন। পুরােদস্তুর রাজনীতিবিদ হওয়ার পূর্বে তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন (১৯৭৩-৭৫)। তাঁর বর্ণাঢ্য জীবনে তিনি আইন পেশার সঙ্গেও জড়িত ছিলেন। নেপাল কংগ্রেস পার্টির সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির নির্বাচিত সদস্য অর্জুন নরসিংহ কেসি বিভিন্ন মেয়াদে নেপালের স্বাস্থ্যমন্ত্রী, উপমন্ত্রী (১৯৮২-৮৩) ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ ও ১৯৯৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৪-৯৮ সাল পর্যন্ত তিনি পার্টির নির্বাচিত নির্বাহী সদস্য ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে অর্জুন নরসিংহ তাঁর রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে নিয়ে পাকিস্তানি বর্বর সৈন্যদের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে নেপাল সরকারকে উদ্বুদ্ধ করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলে বাংলাদেশের পক্ষে তাঁর ও নেপালের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের বিষয়ে বিভিন্ন সময় বক্তব্য প্রদানের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রতি নেপালের জনগণের সমর্থন আদায় করতে সক্ষম হন। বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনেও তিনি ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ১৫ই ডিসেম্বর ২০১২ তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!