You dont have javascript enabled! Please enable it!

অর্জুন সেনগুপ্ত

অর্জুন সেনগুপ্ত (১৯৩৭-২০১০) ভারতের অধ্যাপক, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। তিনি ১৯৩৭ সালের ১০ই জুন পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কলেজে অধ্যয়নকালে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন নিখিল ভারত ছাত্র ফেডারেশনের সদস্য ছিলেন। ১৯৬৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের এমআইটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি স্কুল অব ইকোনমিক্স, লন্ডন স্কুল অব ইকোনমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি Centre for Development and Human Rights (CDHR)-এর প্রতিষ্ঠাতা ছিলেন। সত্তর দশকের শুরুতে তিনি সরকারি চাকরিতে যােগদান করেন। তিনি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা (১৯৭৪-৭৭), ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ সচিব (১৯৮১৮৪), আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পরিচালক (ভারত, বাংলাদেশ ও ভুটান) ও ব্যবস্থাপনা পরিচালকের বিশেষ পরামর্শদাতা (১৯৮৫-৯০) এবং ইউরােপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত (১৯৯০-৯৩) হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে প্রত্যাবর্তন করে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য-সচিব নিযুক্ত হন। রাজ্যসভার সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন (২০০৫-আমৃত্যু)। তিনি ২০১০ সালের ২৬শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে অর্জুন সেনগুপ্ত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শদাতা এবং ভারতের নীতি পরিকল্পনা কমিশনের সভাপতি দুর্গা প্রসাদ ধর (ডি পি ধর)-কে সহযােগিতা প্রদান করতেন। ভারতের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রচারমাধ্যমের ব্যক্তিবর্গ কর্তৃক বাংলাদেশের পক্ষে সমর্থন প্রদানের বিষয়ে তিনি বিশেষ অবদান রাখেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ অর্জুন সেনগুপ্ত-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণােত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!