You dont have javascript enabled! Please enable it!

‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রাপ্ত অভীক সরকার

অভীক সরকার (জন্ম ১৯৪৬) ভারতীয় সাংবাদিক। তিনি ১৯৪৬ সালে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। স্কুলে অধ্যয়নকালেই তিনি সাংবাদিক হওয়ার ইচ্ছা পােষণ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে গমন করেন। সেখানে তিনি দি সানডে টাইমস্ পত্রিকার তৎকালীন সম্পাদক হ্যারল্ড ইভান্সের কাছ থেকে সাংবাদিকতায় শিক্ষা লাভ করেন। সাংবাদিক হিসেবে তিনি আনন্দবাজার পত্রিকা গ্রুপে যােগদান করেন। তিনি দীর্ঘদিন (১৯৮৩-২০১৬) বাংলা দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র দি টেলিগ্রাফ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি আনন্দবাজার পত্রিকা গ্রুপের প্রকাশনা বিভাগের প্রধান সম্পাদক ছিলেন।
বর্তমানে তিনি এ গ্রুপের সহ-সভাপতি ও এমিরেটাস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ভারতের যেসব সংবাদপত্র বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে, আনন্দবাজার পত্রিকা তার মধ্যে অন্যতম। এর পেছনে অভীক সরকারের বিশাল অবদান ছিল। তাঁর সম্পাদনায় তখন প্রকাশিত বাংলা নামে দেশ শীর্ষক সচিত্র গ্রন্থে তিনি পাঠকের সামনে মুক্তিযুদ্ধের বাস্তব অবস্থা তুলে ধরেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০শে অক্টোবর ২০১২ অভীক সরকারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!