You dont have javascript enabled! Please enable it!

‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রাপ্ত ড. অমিয় কে চৌধুরী

অমিয় কে চৌধুরী (জন্ম ১৯৪৩) অধ্যাপক ও লেখক। তিনি ১৯৪৩ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং দেশবিভাগের পর কোলকাতায় চলে যান। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং রাষ্ট্রবিজ্ঞান ও জনপ্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে শিক্ষকতা শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি লেখক হিসেবেও তিনি সুপরিচিত। তাঁর রচিত উল্লেখযােগ্য গ্রন্থগুলাে হলাে_Legislative Control Over Public Administration; India, Contemporary Politics and Changing Economy of Bihar ; West Bengal in Perspective : Politics and Governance, ভারতের বর্তমান রাজনীতি ও প্রশাসনিক বিকৃতি, ভারতের সমসাময়িক রাজনীতির কুশীলব ইত্যাদি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতির সদস্য ড. অমিয় কে চৌধুরী ও সমিতির অন্য সদস্যরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ের জন্য কোলকাতার প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সংগঠিত করেন। তাঁর অনুপ্রেরণায় অন্য শিক্ষকরাও সহযােগিতামূলক কাজে এগিয়ে আসেন। তিনি ও সংগঠনের অন্য সদস্যরা ভারতের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়ােজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ভারতে আশ্রয় গ্রহণকারী বাংলাদেশী শিক্ষক ও বুদ্ধিজীবীদের কল্যাণে সেই অর্থ প্রদান করেন। সমগ্র ভারতবর্ষে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বিভিন্ন সভা-সমিতিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় পরিদর্শন করে সাময়িকভাবে আশ্রয় নেয়া শিক্ষক ও বুদ্ধিজীবীদের পরিস্থিতির প্রতিবেদন সমিতির মাসিক বুলেটিনে লিখতেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ড. অমিয় কে চৌধুরী-কে বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!