You dont have javascript enabled! Please enable it! মুক্তিযুদ্ধের ভাস্কর্য অংশুমান - সংগ্রামের নোটবুক

মুক্তিযুদ্ধের ভাস্কর্য অংশুমান

অংশুমান (রংপুর সদর) মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য। ‘অংশুমান’ অর্থ সূর্য। ভাস্কর্যটি নির্মিত হয়েছে রংপুর অঞ্চলের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ বীর মুক্তিযােদ্ধাদের স্মরণে। রংপুর সেনানিবাসের প্রবেশ পথে বীর উত্তম শহীদ মান্নান তােরণ-এর ডানদিকে (উত্তর পার্শ্বে) ভাস্কর্যটি স্থাপিত। এতে মুক্তিযােদ্ধা হিসেবে বেছে নেয়া হয়েছে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা লুঙ্গি-গেঞ্জি পরিহিত ও মাথায় গামছা বাঁধা এক অতি সাধারণ তরুণকে। ভাস্কর্যটিতে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা হাতে বিজয় উল্লাসের চিত্র ফুটে উঠেছে।
২০১৫ সালে এর নির্মাণ কাজ শুরু ও সমাপ্ত হয়। ভাস্কর্যটি নির্মাণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ছাত্র ও তরুণ ভাস্কর বিপ্লব দত্ত। ভাস্কর্যটির উচ্চতা ১২ ফুট। ৬ ফুট বেদির ওপর পাথরকুচি, সিমেন্ট ও রড দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। ভাস্কর্যটির পেছন দিকে সিমেন্টে খােদাই করা ৫২ থেকে ৭১-এর চিত্র স্থান পেয়েছে। কাজটির প্রধান উদ্যোক্তা ও আর্থিক সহায়তাকারী তৎকালীন রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাে. সালাউদ্দিন মিয়াজি, পিএসসি। [হারুন-অর-রশিদ]।

তথ্য সহযােগিতা: ভাস্কর বিপ্লব দত্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মাে. রবিউল হক

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড