চাঁদপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ‘অঙ্গীকার’
অঙ্গীকার (চাঁদপুর সদর) মহান মুক্তিযুদ্ধে চাঁদপুর জেলার শহীদ মুক্তিযােদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরে নির্মিত স্মৃতিসৌধ। ১৯৮৯ সালে চাঁদপুরের জেলা প্রশাসক এস এম শামসুল আলম এবং চাঁদপুরবাসীর আন্তরিক প্রচেষ্টায় নির্মিত এ স্মৃতিসৌধটি চাঁদপুরের কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত হয়ে আসছে। অঙ্গীকার ভাস্কর্যটির স্থপতি প্রফেসর সৈয়দ আবদুল্লাহ খালেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখে নির্মিত অপরাজেয় বাংলা-রও স্থপতি। স্মৃতিসৌধটি উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ মুক্তিযােদ্ধা সড়কের পাশে রেলওয়ে লেকের মধ্যে নির্মিত অত্যন্ত দৃষ্টিনন্দন এ স্মৃতিসৌধটি চাঁদপুর শহরে প্রবেশ করলেই নজরে পড়ে। মূল সড়ক থেকে স্মৃতিসৌধে যেতে লেকের ওপর দিয়ে একটি সরল রাস্তা রয়েছে। সুউচ্চ হাতের বজ্রমুষ্টিতে (যেন বীরের হাতের মুষ্টি) একটি স্টেনগান মুক্তিযােদ্ধাদের বীরত্বগাথা বা বিজয়ের প্রতীক। মুক্তিযােদ্ধাদের দেশ স্বাধীন করার অঙ্গীকারের প্রতীক হিসেবে এ স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে স্বাধীনতা রক্ষার অঙ্গীকারও এতে মূর্ত হয়েছে। [মনিরুজ্জামান শাহীন ও মােহেববুল্লাহ খান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড