You dont have javascript enabled! Please enable it! অজোগড়া গণহত্যা (তেরখাদা, খুলনা) - সংগ্রামের নোটবুক

অজোগড়া গণহত্যা (তেরখাদা, খুলনা)

অজোগড়া গণহত্যা (তেরখাদা, খুলনা) সংঘটিত হয় ২৭শে এপ্রিল। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৪০ জন সাধারণ মানুষ শহীদ হন।
হিন্দু অধ্যুষিত অজোগড়া গ্রামটি খুলনা শহর থেকে ১০ কিলােমিটার দূরে তেরখাদা ও রূপসা থানার মধ্যবর্তী স্থানে অবস্থিত। গ্রামটি ৩টি অংশে বিভক্ত, যথা- বিপ্র অজোগড়া, বিবি অজোগড়া ও রুস্তম অজোগড়া। ২৭শে এপ্রিল স্থানীয় রাজাকার জুম্মান পাকসেনাদের খবর দিয়ে এখানে নিয়ে আসে। পাকবাহিনী বিভিন্ন বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযােগ করে। তারা নির্বিচারে গুলি করে ৪০ জন সাধারণ মানুষকে হত্যা করে। তাদের মধ্যে ১৯ জনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন- বিপ্র অজোগড়া গ্রামের কালিদাস চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ ঘােষাল, দৈবচরণ চক্রবর্তী, হীরালাল গােস্বামী, মুনসুর সিকদার, রােস্তম অজোগড়া গ্রামের বসন্ত বাছাড় (পিতা হীরালাল বাছাড়), অতুল চন্দ্র বাছাড় (পিতা বসন্ত বাছাড়), বৈদ্যনাথ বাছাড় (পিতা কিরণ বাছাড়), কালিপদ বিশ্বাস (পিতা ব্রজেন বিশ্বাস), কালিপদ মিত্র (পিতা শান্তিপদ মিত্র), হরিবর বৈরাগী (পিতা দিবেশ বৈরাগী), দ্বৈবচরণ চক্রবর্তী (পিতা পঞ্চানন চক্রবর্তী), বাবুরাম বিশ্বাস (পিতা অধির বিশ্বাস), চণ্ডিকড়ি মল্লিক, (পিতা পাঁচকড়ি মল্লিক), শান্তিরাম সিকদার (পিতা রসিক লাল সিকদার), সুধীর সিকদার (পিতা পবন সিকদার), বিবি অজোগড়া গ্রামের কালিপদ রায় (পিতা ফকির রায়), সন্ন্যাসী সিকদার ও চট্টগ্রামের শিশির ভৌমিক। [মাে. আলতাফ হােসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড