You dont have javascript enabled! Please enable it!

‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রাপ্ত ড. অনিরুদ্ধ রায়

অনিরুদ্ধ রায় (১৯৩৬) ভারতের একজন অধ্যাপক। তিনি ১৯৩৬ সালের ১১ই অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাস বিভাগে স্নাতক (১৯৫৬) ও স্নাতকোত্তর ডিগ্রি (১৯৫৯) লাভ করার পর তিনি কলকাতার চারুচন্দ্র কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে যােগদান করেন। ফরাসি ভাষা শিক্ষার জন্য তিনি ফ্রান্স গমন করেন এবং সরবােন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রির সমতুল্য ডিগ্রি অর্জন করেন (১৯৬৭)। এরপর ভারতে প্রত্যাবর্তন করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যােগদান করেন (১৯৬৮) এবং এই বিভাগের অধ্যাপক হিসেবে ২০০১ সালে অবসর গ্রহণ করেন। তিনি ভিক্টোরিয়া মেমােরিয়াল ট্রাস্টি বাের্ডের সদস্য হিসেবে দুই বছর, কলকাতার এশিয়াটিক সােসাইটির সদস্য হিসেবে চার বছর এবং পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন। ভারতীয় ইতিহাস কংগ্রেসের সেক্রেটারি হিসেবে তিনি ১৯৯৩-৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি তাঁর নিকটজনদের সঙ্গে নিয়ে ওষুধ, খাদ্য ও বস্ত্র সংগ্রহ করে সীমান্ত এলাকার শরণার্থী শিবিরে বিতরণ করেন। তিনি নয়াদিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে বাংলাদেশী শরণার্থীদের দুর্দশার প্রতিবেদন পেশ করে সাহায্যের আবেদন জানান। মুক্তিযুদ্ধকালে কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং বাংলাদেশী বুদ্ধিজীবী, শিক্ষক ও শরণার্থীদের সাহায্য-সহযােগিতা প্রদান করেন। বিভিন্ন সভা-সমিতিতে বক্তৃতা প্রদানের মাধ্যমে তিনি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ড. অনিরুদ্ধ রায়কে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী’ সম্মাননা প্রদান করা হয়। (১লা অক্টোবর ২০১৩)। [কাজী সাজ্জাদ আলী জহির]।

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ১ম খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!