You dont have javascript enabled! Please enable it! 1971.10.08 | মুজিবনগর বৈঠকের ঐতিহাসিক গুরুত্ব - পূর্ণ স্বাধীনতা ছাড়া কোন প্রস্তাব গ্রহণযোগ্য নয় | জয় বাংলা - সংগ্রামের নোটবুক

মুজিবনগর বৈঠকের ঐতিহাসিক গুরুত্ব
পূর্ণ স্বাধীনতা ছাড়া কোন প্রস্তাব গ্রহণযোগ্য নয়
(জয়বাংলা প্রতিনিধি)

সম্প্রতি মুজিব নগরে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী বাংলাদেশ মন্ত্রিসভার বৈঠক এক ঐতিহাসিক গুরুত্বের অধিকারী বৈঠক। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন, ভারত-সোভিয়েট ইউনিয়ন যুক্ত বিবৃতি এবং জাতিসঙ্ঘে ঈঙ্গমার্কিন ভূমিকার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের সিদ্ধান্ত ও ঘোষণা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতার লক্ষ্য অর্জন সম্পর্কে সংগ্রামী প্রত্যয়কে আরো উজ্জ্বল করে তুলছে। বৈঠকে ভারত-রুশ যুক্ত বিবৃতিতে অভিনন্দিত করা হয়েছে এবং বলা হয়েছে, বাংলাদেশ সমস্যা অনুধাবনে সোভিয়েট নেতৃবৃন্দ অনেক এগিয়ে এসেছেন।
শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনের প্রশ্নে বৈঠকে বলা হয়েছে, একমাত্র স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশেই শরণার্থীরা ফিরে যেতে পারে। বাংলাদেশ সমস্যা সমাধানে ভারতের ভূমিকা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে এবং বলা হয়েছে, ভারতের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও বিশ্বের কোন কোন দেশ এখনো বাংলাদেশ সমস্যার জটিলতা গভীরভাবে উপলব্ধি করতে পারেনি। বৈঠক যে বক্তব্যটিকে বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে তুলেছেন তা হল, বর্তমান মুক্তিযুদ্ধের ক্রমবর্ধমান সাফল্য এই সত্যটাকেই প্রমাণ করতে চলেছে যে, বাংলাদেশের মানুষ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবেন। অন্যান্য দেশ যদি বাস্তব সত্য উপলব্ধিতে দেরী করে তাতে মুক্তি যোদ্ধাদের মনোবল নষ্ট হবে না। বাংলাদেশ মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট ভাষায় যে বক্তব্যটি তুলে ধরা হয়েছে, তা হল পূর্ণ স্বাধীনতা ভিন্ন অন্য কোন রাজনৈতিক মীমাংসা প্রস্তাব তাদের নিকট গ্রহণযোগ্য হবে না।
জয় বাংলা ॥ ১ : ২২ ॥ ৮ অক্টোবর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন