গণ-প্রজাতন্ত্রী বাঙলাদেশ
আয়তন : ৫৪,৫০১ বর্গমাইল।
জনসংখ্যা : ৭ কোটি ৫০ লক্ষ (আনুমানিক), পৃথিবীর [অস্পষ্ট] দেশ। জনসংখ্যার দিক হইতে চীন, ভারত, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের পরেই বাংলাদেশের স্থান।
রাজধানী ঢাকা। অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর।
সীমানা : উত্তর, পশ্চিম ও পূর্বে ভারতবর্ষ, দক্ষিণে বঙ্গোপসাগর।
ভূ-প্রকৃতি : সমতল ও নদীমাতৃক দেশ। পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা প্রধান নদ- নদী। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের ভূমি [অস্পষ্ট] দক্ষিণাংশে বিখ্যাত সুন্দরবন।
কৃষিজ উৎপন্ন : পৃথিবীর প্রধান পাট উপৎপাদনকারী দেশ (বার্ষিক উৎপাদন ৭০ লক্ষ বেল); ধান (বার্ষিক উৎপাদন এক কোটি টন) তামাক, ডাল, সুপারি ও তৈলবীজ উল্লেখযোগ্য।
শিল্পোৎপাদন : পাট শিল্প সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। কাগজ, নিউজপ্রিন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চট্টগ্রামে একটি ইস্পাত শিল্প, ঢাকার নিকটে একটি মেশিন টুল কারখানা আছে। কাপড়ের কল, চিনিকল, সার, সিমেন্ট, দেশলাই ইত্যাদি।
আমদানী রপ্তানি : প্রধান রপ্তানি পাট, পাটজাত দ্রব্য, চামড়া ও বনজ সম্পদ। আমদানি অটোমোবাইল শিল্পজাত দ্রব্য ও ঔষধ ইত্যাদি।
যাতায়াত : জলপথ, রেল, সড়ক ও বিমান। ঢাকা প্রধান বিমান বন্দর। চট্টগ্রাম ও চালনা সমুদ্র বন্দর।
মুক্তিযুদ্ধ ॥ ১ ২৪ ॥ ১৯ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন