You dont have javascript enabled! Please enable it! 1971.12.24 | লাখো লাখো উৎপীড়িত মা-বোনদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এক অননুকরণীয় মানবিক কার্যক্রম গ্রহণ | জয় বাংলা - সংগ্রামের নোটবুক

একটি মহত্তম ব্যবস্থা
(জয়বাংলা প্রতিনিধি)

বাংলাদেশ সরকার দখলদার হিংস্র হায়েনাদের আঘাতে ক্ষতবিক্ষত আমাদের রক্ত- স্নাত দেশের লাখো লাখো উৎপীড়িত মা-বোনদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এক অননুকরণীয় মানবিক কার্যক্রম গ্রহণ করেছেন।
আমাদের স্বরাষ্ট্র ও পুনর্বাসন মন্ত্রী জনাব এ, এইচ, এম, কারুজ্জামান বাষ্পরুদ্ধ কণ্ঠে মুজিবনগরে এ ঘোষণা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের প্রতিটি মুহূর্তে আমাদের বহু মা-বোন হানাদার দস্যুদের হাতে ধর্ষিতা হয়েছেন, অপহৃত হয়েছেন। তাঁদের “যুদ্ধ বীরের” সম্মান দেওয়া হবে।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের ঝটিকা বিক্ষুব্ধ দিন গুলিতে আমাদের নারী সমাজ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বর্বর হানাদার বাহিনীর সাথে সংগ্রাম বিজয়ী মুক্তিযোদ্ধাদের চাইতে কম গৌরবোজ্জ্বল নয়।
জনাব কামরুজ্জামান বলেন, বাংলাদেশের জনগণ তাঁদের সম্মানের সাথে সমাজে প্রতিষ্ঠিত করবেন এবং সরকার তাঁদের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।
জয়বাংলা (১) ॥ ১ : ৩৪ ॥ ২৪ ডিসেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন