সুইশ প্রতিনিধির সামনে হাজির হয়ে
বাঙলা মিশন কর্মীদের স্পষ্ট জবাব : কেউ পাকিস্তানে যাবে না
নিজস্ব প্রতিনিধি
কলকাতা, ১৮ই জুলাই : বাংলাদেশ মিশনের সংগে সংশ্লিষ্ট কর্মীরা আজ সুইশ প্রতিনিধিকে সরাসরি জানিয়ে দিয়েছেন যে, তাঁরা কেউ পাকিস্তানে ফিরে যেতে চান না। তাঁরা আরও জানিয়েছেন যে, স্বেচ্ছায়, সানন্দে এবং আন্তরিকতার সঙ্গে তাঁরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য পরিবর্ত্তন করেছেন। তাঁদের উপর কোন শক্তিই কোন চাপ সৃষ্টি করেনি।
আজ সারাদিন ধরে সুইশ রাষ্ট্রদূতের উপদেষ্টা ডঃ বোনার্ড পাক প্ৰতিনিধি মিঃ মেহেদী মাসুদ এবং ভারতীয় প্রতিনিধি শ্রী অশোক রায়ের উপস্থিতিতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধান হোসেন আলী সহ মোট ৬৫ জন ব্যক্তির মধ্যে ৬৪ জনের মতামত গ্রহণ করেছেন। সকলেরই এক উত্তর : না – নানা আমরা পাকিস্তানে ফিরে যাবো না। একজন বাংলাদেশ মিশনের কর্মী ছুটিতে আছেন এবং কলকাতার বাইরে থাকায় আজ তাঁর মতামত গ্রহণ করা সুইশ প্রতিনিধির পক্ষে সম্ভব হয়নি।
বাংলাদেশ ॥ ১ : ৯ ॥ ১৯ জুলাই ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন