You dont have javascript enabled! Please enable it! 1971.08.06 | বাংলাদেশ সরকার কর্তৃক নয়া ডাক টিকেট চালু | জয়বাংলা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ সরকার কর্তৃক নয়া ডাক টিকেট চালু
(জয় বাংলার বিশেষ প্রতিনিধি)

গত ২৯শে জুলাই থেকে বাংলাদেশের ওপর ভিন্ন ভিন্ন রকমের আটটি ডাক টিকেট চালু করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এসব ডাক টিকেট বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে দশ পয়সা থেকে সর্বাধিক দশ টাকার ডাক টিকেট।
কলকাতায় বাংলাদেশ মিশনে এসব ডাক টিকেট কিনতে পাওয়া যাবে। এছাড়া, লন্ডনেও এসব ডাক টিকেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। কলকাতাস্থ বাংলাদেশ মিশন প্রধান জনাব হোসেন আলী গত ২৫শে জুলাই এক সাংবাদিক সম্মেলনে তথ্য প্রকাশ করেন।
ডাক টিকেট গুলোর ডিজাইন করেছেন প্রখ্যাত ডিজাইনার মিঃ বিমান মল্লিক। ভিন্ন ভিন্ন রকমের প্রথম সিরিজের এই ৮টি ডাক টিকেটের মধ্যে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রতিচ্ছবি অঙ্কন করা হয়েছে।
জয়বাংলা ॥ ১ : ১৩ ॥ ৬ আগস্ট ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন