স্বাধীনতার জন্য এ রক্তদান বৃথা যাবে না
– কামরুজ্জামান
গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কামরুজ্জামান মাতৃভূমিকে শত্রুদের কবল হতে উদ্ধার করার জন্য জীবন মরণ পণ করে এগিয়ে আসতে পুনরায় মুক্তিকামী সাড়ে সাত কোটি বাঙালির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের উত্তরাঞ্চল সফরকালে তিনি একটি মুক্তিফৌজ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের প্রতি ভাষণদানকালে উপরোক্ত আহ্বান জানান। তিনি বলেন, বাঙালিদের কোন রক্তদান বৃথা যায়নি, স্বাধীনতার জন্য এ রক্তদান বৃথা যাবে না।
আজকের এই ত্যাগ-তিতিক্ষা বাঙালি জাতিকে বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে জাগরুক করে রাখবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
তিনি আরও বলেন যে, বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছেন। যে কোন মূল্যে এই স্বাধীনতার মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের মহান দায়িত্ব ও কর্তব্য বলে তিনি মনে করেন।
স্বদেশ ॥ ১ : ২ ॥ ১ জুলাই ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন