বাংলাদেশ সরকারের নির্দেশ
মুজিবনগর, ১২ই জুলাই : পাকিস্তান প্রতিরক্ষা সেভিংস সার্টিফিকেট, জাতীয় সেভিংস সার্টিফিকেট, প্রাইজবন্ড এবং সকল প্রকার সরকারী বা ব্যবসায়ী সংস্থার শেয়ার ও সিকিউরিটি না কেনার জন্য বাংলাদেশ সরকার আজ নিৰ্দ্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সরকার অর্থমন্ত্রক পাক অধিকৃত এলাকার জনগণের প্রতি এই নিৰ্দ্দেশ দিয়েছেন। দেশ মুক্ত না হওয়া পর্যন্ত পোস্টাল জীবন বীমার প্রিমিয়াম দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।
দেশ যখন মুক্ত হবে তখন বকেয়া প্রিমিয়াম আদায় করা হবে এবং তজ্জন্য কোন জরিমানা দিতে হবে না। পলিসিও নষ্ট হবে না। মুক্তিযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পোষ্টাল সেভিংস ব্যাংকে টাকা জমা দেওয়া চলবে না।
বাংলাদেশ ॥ ১ : ৯ ॥ ১৯ জুলাই ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন