সংগ্রামী বাঙালির প্রতি সম্মান
বাঙলাদেশের প্রতিনিধিদলের নেতা জনাব আবদুস সামাদ আজাদ গত পনেরোই মে বুদাপেষ্টে অনুষ্ঠিত বিশ্বশান্তি পরিষদের “ঔপনিবেশিক ও বর্ণ বৈষম্যভিত্তিক নিপীড়ন” সংক্রান্ত কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইয়াহিয়ার বর্বর সেনাবাহিনীর আক্রমণের বিরুদ্ধে বাঙলাদেশের জনগণের সাহসিকতাপূর্ণ সংগ্রামের প্রতি সম্মান ও সমর্থন জ্ঞাপনের উদ্দেশ্যে বিশ্বশান্তি পরিষদ জনাব আজাদের প্রতি এই সম্মান প্রদর্শন করেছেন। জনাব সামাদ তাঁর ভাষায় বাঙলাদেশের ঘটনাবলীকে পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার হিসেবে মনে না করার জন্যে বিশ্বের সকল রাষ্ট্র বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আকুল আহ্বান জানান। তিনি বলেন, বাঙলাদেশের আপামর মানুষ আজ ইয়াহিয়ার সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়েছেন। বাংলাদেশের মানুষ মোকাবিলা করছেন এমন একটি সুদক্ষ সেনা দলের যারা গণচীন ও মার্কিন অস্ত্রে সুসজ্জিত। তিনি বাঙালির এ সংগ্রামকে মানবতার সংগ্রাম বলে অভিহিত করেন, এবং বিপন্ন মানবতার সাহায্যে এগিয়ে আসার জন্য বিশ্ববাসীর প্রতি আবেদন জানান।
বাঙলাদেশের বর্তমান ঘটনাবলীর রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করে জনাব সামাদ বলেন, পাক সেনাবাহিনী বাঙলাদেশে যে গণহত্যা চালিয়েছে ইতিহাসে তার নজীর খুঁজে পাওয়া ভার। তিনি বলেন- ‘আমাদের সংগ্রামের প্রতি ভারত যেভাবে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন সেজন্যে ভারতবাসীদের জানাই আমাদের কৃতজ্ঞতা। এ ছাড়া পাকিস্তানের দখলকারী সেনাবাহিনীর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপনের জন্যে তিনি সোভিয়েট ইউনিয়নের জনগণের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জয়বাংলা (১) ॥ ১ : ৩ ॥ ২৬ মে ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন