পাকিস্তানের পথে কোন সাহায্য পাঠাবেন না – সামাদ
॥ বিশেষ প্রতিনিধি ॥
মুজিবনগর ১৫ই জুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভ্রাম্যমান রাষ্ট্রদূত জনাব এম, এ, সামাদ সকল সাহায্য সম্ভার বাংলাদেশ সরকারের প্রযত্নে পাঠাবার জন্য বিশ্বের সকল দেশের মানুষের কাছে আবেদন জানিয়েছেন। জনাব সামাদ এই মর্মে মত প্রকাশ করেন যে, পাকিস্তানের পথে কোন সাহায্য দ্রব্য এলে তা বাংলাদেশের দুর্ভিক্ষ ও মহামারী পীড়িত মানুষের কাছে এসে পৌঁছুবে না।
দৈনিক বাংলাদেশ ॥ ১ : ৭ ॥ ১৮ জুন ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন