You dont have javascript enabled! Please enable it! 1971.12.28 | পারমিট না হওয়ায় পর্যন্ত ভারত-বাংলাদেশ ট্রেনে চড়া চলবে না | আনন্দবাজার - সংগ্রামের নোটবুক

. পারমিট না হওয়ায় পর্যন্ত ভারত-বাংলাদেশ
ট্রেনে চড়া চলবে না
স্টাফ রিপোরটার

বনগাঁ থেকে যশোর পর্যন্ত মালগাড়ি চলছে। যা কিছু মাল যাচ্ছে তা সরকারী ব্যবস্থাপনায়।
সোমবার রাজ্য সরকারের মধ্যে সচিব শ্রীনির্মলচন্দ্র সেনগুপ্ত এই খবর জানিয়ে বলেন, পারমিট ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত ট্রেনে বেসরকারীভাবে লোকজন যাতায়াত করতে পারবেন না। পারমিট ব্যবস্থা কীভাবে এবং কবে থেকে চালু হবে, তা কেন্দ্রীয় সরকার স্থির করবেন। শ্রী ডি পি ধর বুধবার ঢাকা থেকে ফিরছেন। তাঁর ধারণা তারপর এ নিয়ে আলোচনা হতে পারে।

‘ইউনিসেফ’ শরণার্থীদের বাসনপত্র দিচ্ছেন
“ইউনিসেফ” বাংলাদেশের শরণার্থী পরিবারদের বাসনপত্র দেবেন বলে স্থির করেছেন! প্রত্যেক পরিবারকে দুটি এলুমিনিয়ম ডেকচি, এলুমিনিয়মের দুটি মগ, লোহার হাতা ও তাওয়া দেওয়া হবে। সবকিছু এদেশে কেনা হচ্ছে।
সোমবার পঃ বঙ্গ সরকারের রিলিফ কমিশনার ডঃ বি কে ভট্টাচার্য এই খবর জানিয়ে বলেন, “ইউনিসেফ” সংশ্লিষ্ট সরকারগুলির মাধ্যমে শরণার্থীদের মধ্যে বাসনপত্র বিলি করবেন। ইতিমধ্যে তাঁরা কিছু জিনিস পেয়েও গিয়েছেন।
দৈনিক আনন্দবাজার, ২৮ ডিসেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন