নেলী সেনগুপ্তাকে ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ
চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর বাংলাদেশ দক্ষিণাঞ্চল মুক্তিপরিষদ শ্রীমতী নেলী সেনগুপ্তাকে চট্টগ্রামে ফিরে এসে তাঁর স্বামী পরলোকগত দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের পৈতৃক বাসভবনটি দখল করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশের মুক্তির পর পরিষদের সদর দফতর চট্টগ্রামে স্থানান্তরিত হয়েছে।
শ্রীমতী সেনগুপ্তা দেশ বিভক্ত হওয়ার পর পাকিস্তানের নাগরিকত্বই গ্রহণ করেন এবং চট্টগ্রামের বাড়িতেই বসবাস করতে থাকেন। বাংলাদেশে খান সেনাদের অত্যাচার শুরুর কয়েক মাস আগে চিকিৎসার্থে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
তাঁর অনুপস্থিতিতে খান সেনাদের সহযোগীরা পাক ফৌজের সাহায্যে বাড়ির লোকদের তাড়িয়ে দিয়ে বাড়িটি দখল করে।
আওয়ামী লীগ নেতারা শহরে ফেরার পর দখলদারদের তাড়িয়ে দেওয়া হয়।
দৈনিক আনন্দবাজার, –ইউএনআই, ২৯ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন