বাংলাদেশে উরদু বিদায়
কৃষ্ণ দেবনাথ
খুলনা, ২৭ ডিসেম্বর-বাংলাদেশে এবার উরদু বিদায়ের পালা শুরু হয়েছে। সমস্ত অফিস আদালত, দোকানপাট হাট-বাজারের সাইনবোর্ড থেকে উরদুকে মুছে ফেলার ধুম পড়ে গিয়েছে। সেই সঙ্গে সরকারী মানচিত্র ও নথিপত্র থেকেও পাক পতাকা ও পাকিস্তান শব্দকে বাদ দেওয়া হচ্ছে।
পাকিস্তানী সৈন্যরা গত মার্চ মাসে বাংলাদেশের বুকে ঝাঁপিয়ে পড়ার পর বাংলা ভাষাকে বাতিল করার জন্য অভিযান চালায় এবং উরদুতে সমস্ত দোকানপাটে সাইনবোর্ড লেখার হুকুম জারি করে। এখন জনসাধারণ সেই অপকর্ম দূর করার কাজে লেগেছেন।
দৈনিক আনন্দবাজার, ২৮ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন