You dont have javascript enabled! Please enable it! 1971.12.28 | বাংলাদেশে ভূমি রাজস্ব আদায় বন্ধ | আনন্দবাজার - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে ভূমি রাজস্ব আদায় বন্ধ

ঢাকা, ২৭ ডিসেম্বর-বাংলাদেশে ভূমি রাজস্ব আদায় বন্ধ রাখা হয়েছে।
অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের এক নির্দেশ নামায় বলা হয়েছে, এই নির্দেশ নামার আগে প্রবর্তিত পাকিস্তান সরকার বা পূর্ব পাকিস্তান সরকারের আইন অনুযায়ী তাদের অন্যান্য সমস্ত কর বা লেভি নির্দিষ্ট হারেই আদায় করা হবে। ভূমি রাজস্বের বিষয়টি বাংলাদেশ সরকার পর্যালোচনা করে দেখবেন এবং বাংলাদেশ সরকার সরকারী গেজেটে বিজ্ঞপ্তি প্রচার না করা পর্যন্ত ভূমি রাজস্ব আদায় করা যাবে না।
২৫ বিঘা পর্যন্ত কৃষি জমি ছাড়
অর্থ, বাণিজ্য ও রাজস্ব মন্ত্রী শ্রীমনসুর আলি ঘোষণা করেছেন, আগামী ১৫ এপ্রিল বাংলা নববর্ষ থেকে ২৫ বিঘা পর্যন্ত কৃষি জমিকে ভূমি রাজস্বের আওতা থেকে রেহাই দেওয়া হবে।
বর্তমান আইন সংশোধন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক আনন্দবাজার, ২৮ ডিসেম্বর ১৯৭১

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন