গণহত্যার জন্য দায়ী অফিসারদের বিচার চাই
ঢাকা, ২৩ ডিসেম্বর-বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আজ এখানে বলেন যে, বাংলাদেশে গণহত্যার জন্য দায়ী পাকসেনা অফিসারদের যুদ্ধ অপরাধী হিসাবে বিচারের জন্য ওই সব অফিসারকে তাঁদের হাতে সমর্পণ করতে তাঁরা ভারতের কাছে দাবি জানাবেন। রাষ্ট্রপতির বাড়িতে একদল বিদেশী সাংবাদিকের সঙ্গে তিনি কথাবার্তা বলছিলেন। তিনি জানান, আন্তর্জাতিক আইন অনুসারে ওই সব লোকের বিচার হবে।
বাঙালি বুদ্ধিজীবীদের হত্যাকারী রাজাকার ও আল বদর দলের লোকদের সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা নিশ্চয়ই আল বদরের পান্ডাদের বিচার করবো। রাজাকারদের গ্রেফতার করা হবে। দোষী সাব্যস্ত করা হবে। দোষী সাব্যস্ত হলে কেউই রেহাই পাবে না।
আর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাঙালিরা বাঙালিদের মতোই অবাধে বাংলাদেশে বসবাস করতে পারবেন।
ইউ এন আই। ২৪ ডিসেম্বর ‘৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন