কলকাতা-ঢাকা বিমান চলাচল শুরু
স্টাফ রিপোর্টার
রবিবার থেকে ইনডিয়ান এয়ারলাইনস্ কলকাতা ও ঢাকার মধ্যে দৈনিক বিমান চলাচল শুরু করেন। এই ব্যবস্থা গত ছয় বছর বন্ধ ছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবরের ভ্রাতা শেখ আবু নাসের সহ ২২জন যাত্রী নিয়ে সকাল এগারোটার কিছু পর দমদম বিমান বন্দর থেকে প্রথম ডাকোটা বিমানটি উড়ল। ১৯৬৫ সালে ভারত-পাক্ লড়াইয়ের সময় থেকে আই এর এই সারভিস বন্ধ ছিল। বর্তমানে কলকাতা ও ঢাকার মধ্যে দৈনিক একটি ডাকোটা বিমান চলাচল করবে।
আই এর একজন মুখপাত্র জানান, বিমান যাত্রার সংখ্যা শীঘ্রই বাড়ানো হবে।
দৈনিক আনন্দবাজার, ২৭ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন