বেগম মুজিবের সঙ্গে মানেকশ’র সাক্ষাৎ
ঢাকা, ২৬ ডিসেম্বর ভারতের সেনানায়ক জেনারেল মানেকশ’ আজ বেগম মুজিবর রহমানের সঙ্গে দেখা করেন। বাংলাদেশকে স্বাধীন করার জন্য এবং ভারতের জওয়ানদের বীরত্বের জন্য বেগম রহমান তাঁকে ধন্যবাদ জানান। জেনারেল মানেকশ তাঁর সঙ্গে ২৫ মিনিট কথা বলেন।
বেগম রহমান বলেন, ভারতের কাছে বাংলাদেশের অনেক ঋণ। আপনার জওয়ানরা দেশ গঠনের কাজে সহযোগিতা করছেন।
জেনারেল মানেকশ বলেন এই সাক্ষাৎকার নেহাৎই সৌজন্যমূলক। তিনি বেগম রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত হয়েছেন।
জেনারেল এদিন ঢাকায় কর্মব্যস্ততার মধ্যে কাটান। তিনি পরে নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান শ্রী ডি পি ধরের সঙ্গে বাংলাদেশে জওয়ানদের অবস্থান নিয়েও আলোচনা করেন।
বেগম রহমানের সঙ্গে কথা বলার সময় শেখ মুজিবের ভাই আবু নাসের এবং ছাত্র নেতা তোফায়েলও ছিলেন।
দৈনিক আনন্দবাজার, ২৭ ডিসেম্বর ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন