রংপুর জেলায় বাঙলাদেশ সরকারের শাসন চলছে
মুক্ত অঞ্চলে বে-সামরিক সদর দপ্তর স্থাপিত
জলপাইগুড়ি, ২৪ এপ্রিল (ইউ-এন-আই)-রংপুর জেলার কোন এক জায়গায় মুক্তাঞ্চলে বে-সামরিক শাসন চলছে। বাঙলাদেশের গণ-প্রজাতন্ত্রী সরকার সেখানে সদর দপ্তর স্থাপন করেছে।
সরকারের পক্ষ থেকে পাকিস্তান জাতীয়-পরিষদের সদস্য জনাব আবদুল রোউফ জানিয়েছেন যে বাঙলাদেশের তেঁতুলিয়া গ্রামে ঐ অঞ্চলের জিলা- ম্যাজিস্ট্রেট, পুলিস সুপার ও এস-ডি-ও অফিসারগণ বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে তাঁদের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে সরকার বিজ্ঞপ্তির দ্বারা সমস্ত কর রহিত করে দিয়েছেন ও তরুণদের মুক্তিফৌজে যোগ দেবার জন্য আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলেন যে, ব্যবসায়ীরা যেন জিনিসপত্র বেশী দামে বিক্রি না করেন এবং পাকবাহিনী ও তার গুপ্তচরদের ব্যাপারে জনগণ যেন সজাগ থাকেন। জনাব রোউফ বলেন যে, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের তরুণদের গেরিলা যুদ্ধে শিক্ষা দেওয়া হচ্ছে।
মুক্তিফৌজ বাহিনীর কমান্ডার কর্ণেল ওসমানি উত্তরাঞ্চলের মুক্ত অঞ্চল পরিদর্শন করেন ও আন্দোলনের দ্বিতীয় পর্যায় সম্পর্কে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
গেরিলা যুদ্ধ শিক্ষাকেন্দ্রে প্রায় এক হাজার তরুণ কর্ণেল ওসমানিকে গার্ড অব অনার দেন।
দৈনিক কালান্তর, ২৫ এপ্রিল ১৯৭১
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ . ১ম খণ্ড – মুনতাসীর মামুন